21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

আমরা এখানে ট্রফি জিততে এসেছি: এইডেন মার্করাম

৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করছে দক্ষিণ আফ্রিকা। দল ফর্মে না থাকলে বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাসী অধিনায়ক এইডেন মার্করাম।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। লঙ্কার পাশাপাশি প্রোটিয়াদের গ্রুপে আছে বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপের আগে আইপিএলে দারুন ফর্মে ছিলেন হেনরিখ ক্লাসেন, ত্রিস্টান স্টাবস, ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটাররা। এছাড়া বোলিংয়ে আছেন রাবাদা, নরকিয়ার মতো তারকারা। সবমিলিয়ে বেশ আশাবাদী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

আরও পড়ুন: বিশ্বকাপে অংশ নেয়ায় বাংলাদেশের আয় প্রায় ৩ কোটি!

জয়ের বিষয়ে মার্করাম বলেন,‘আমি আত্মবিশ্বাসী অনুভব করছি। এখানে বেশকিছু ভালো দল রয়েছে কিন্তু আমরা মনে করি আমরা সক্ষমতা ও ফর্ম ফিরে পেলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের নিজেদের উপর অনেক গুরুত্ব দিতে হবে। নিশ্চিতভাবেই আমরা এখানে ট্রফি জিততে এসেছি।’

বিশ্বকাপের আগের সময়টা তেমন ভালো কাটেনি দক্ষিণ আফ্রিকার। ১১ টি-টোয়েন্টিতে মাত্র দুইটিতে জিতেছে তারা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। তবে যুক্তরাষ্ট্রের মাঠের সঙ্গে মানিয়ে খেলায় নজর প্রোটিয়া অধিনায়কের। 

যুক্তরাষ্ট্রের মাঠের সঙ্গে মানিয়ে খেলার বিষয়ে এই প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘আমাদের দ্রুত মানিয়ে নিয়ে পরিকল্পনা এগিয়ে নিতে হবে। এটা রোমাঞ্চকর দিন, আমরা কখনো ভাবিনি আমরা নিউইয়র্কে বিশ্বকাপের ম্যাচ খেলব। অনুশীলন সুবিধা খুব ভালো এবং স্টেডিয়ামটিও সুন্দর, এরপর আমরা পিচ দেখব।’

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles