এবার আরও এক কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে সাফজয়ীদের এক কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুবিধাজনক সময়ে বিওএ ও সেনাবাহিনী যৌথভাবে কক্সবাজারে এক অনুষ্ঠান আয়োজন করে নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএর নতুন সভাপতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর)
বিওএ-এর সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী যৌথভাবে ১ কোটি টাকা দেবে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের। শিগিগিরই কক্সবাজারে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে চ্যাম্পিয়নদের। সেদিনই পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, সাফ চ্যাম্পিয়নের পর নারী দলকে প্রথম ১ কোটি টাকার পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মেয়েরা দেশে ফেরার দিনই এ পুরস্কারের ঘোষণা দেন। ১১ দিনের মাথায় তা তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, সাফজয়ী দলকে দেড় কোটি টাকার পুরস্কার দেওয়ার।