6.7 C
New York
Friday, March 29, 2024

Buy now

আশেজ দিয়েই ভাঙছে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের রেকর্ড

আগস্টে মাঠে গড়াচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার লড়াই অ্যাশেজ। পাঁচ ম্যাচের এই সিরিজ দিয়েই ভাঙতে চলেছে টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের পুরনো রীতি। এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের জার্সির পেছনে নাম ও নম্বর যুক্ত হতে চলেছে।

ইসিবি’র তরফে অফিসিয়াল টুইটার পেজে টেস্ট অধিনায়ক জো রুটের একটি ছবি পোস্ট করা হয়েছে ৷ যেখানে জার্সির পিছনে রুট নাম ও ৬৬ নম্বর লেখা রয়েছে৷ পোস্ট করা ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘টেস্ট শার্টের পিছনে নাম ও নম্বর৷’

ইংল্যান্ড ক্রিকেট তাদের টুইটার অ্যাকাউন্টে অধিনায়ক জো রুটের নামা ও নাম্বারসহ সাদা জার্সি পড়া ছবি আপলোড করেছে। যেখানে তারা লিখেছে, ‘টেস্ট শার্টের পেছনে নাম এবং নাম্বার।’

সবকিছু ঠিক থাকলে আমাগী ১ অগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, দু’দলের ক্রিকেটাররাই জার্সির পিছনে নাম ও নম্বর ব্যবহার করবেন৷

আইসিসির নতুন এই রীতিকে স্বাগতম জানিয়েছেন অনেকেই। তবে সনাতনপন্থী ক্রিকেটপ্রেমীরা টেস্ট জার্সিতে বদলের এই রীতিকে ভালো চোখে দেখছেন না।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles