বাংলাদেশ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের মধ্যকার টেস্ট সিরিজে এক বিদ্ধংসী বাংলাদেশের দেখা পাওয়া গেলো। ইংল্যান্ডকে সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
ইংল্যান্ড দিতুম ইনিংসে মাত্র ১৫২ রানে আউট হয়ে গেলে বাংলাদেশকে মাত্র ৪০ রানের টার্গেট দুই তারা। যা মাত্র ২ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় যুব টাইগাররা। অমিত ১০ ও তানজিদ ০ রানে আউট হলেও সামিম হোসেন ২০ ও পারভেজ ২ রানে অপরাজিত থাকেন।
এর আগে, ইংল্যান্ড গতকালের দ্বিতীয় ইনিংসের দিনের খেলা ৬ উইকেট হারিয়ে ৮৯ রানে শেষ করেছিল। আজ ব্যাটিংএ নেমে ১৫২ রানে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে মিনহাজুর একাই ৬ উইকেট নেন। ফলে ইংল্যান্ড অনুর্ধ-১৯ বাংলাদেশ অনুর্ধ-১৯ কে মাত্র ৪০ রানের টার্গেট দিতে পেরেছিলো।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮০ অলআউট (৯৪.২ ওভার) (চার্লসওর্থ ৯৯, বল্ডারসন-৬৫; রুহেল ৪/৬১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩৯৮/৯ (১২১.৫ ওভার) (আকবর ৮২, শাহাদাত- ৮৪; কাদরি ২/১০৫)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৫২/১০ (৮৪.৩ ওভার) (হিল-৩২, হলম্যান-২৯; মিনহাজুর-৬/২৮)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৪০/২ ( শামিম-২০*, অমিত-১০; ফিঞ্চ-১/৬)