ইংল্যান্ড ফুটবল দলে যোগ দিতে যাচ্ছেন ৫১ বছর বয়সী জার্মান কোচ টমাস টুখেল। এই কোচের সঙ্গে দেড় বছরের চুক্তি হয়েছে ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে খেলাধুলাভিত্তিক গণমাধ্যম স্কাই স্পোর্টস।
স্কাই জার্মানির প্রকাশ করা তথ্যমতে, এরই মধ্যে টমাস টুখেলের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফ এ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই চুক্তির মেয়াদ শুরু হবে।
আরও পড়ুন: ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল
তবে চুক্তির বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা ঘোষণা দেয়নি এফ এ। বুধবার (১৬ অক্টোবর) ওয়েম্বলি স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলন ডেকেছে এফ এ। ধারণা করা হচ্ছে, সেখানে আসতে পারে নতুন কোচের ঘোষণা।
প্রসঙ্গত, গেল মৌসুম শেষে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়েছেন টুখেল। এরপর আর অন্যকোনো ক্লাবের হয়ে কাজ করেননি তিনি। তাই ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার কোনো বাধা নেই।