আজ, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।
ম্যানইউয়ের ঘরের মাঠে আজ বড় পরীক্ষায় দিতে হবে পিএসজিকে। কারণ তাদের শিবিরে সেরা দুই স্টাইকার নেইমার ও কাভানিকে আজকের ম্যাচে পাচ্ছে না তারা। এই দুই তারকার অনুপন্থিতিকে পিএসজির শক্তি এক ধাক্কায় কমে গিয়েছে অনেকখানি। যা দেখে ‘রেড ডেভিলস’ ভক্তরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন।
তবে আজকের ম্যাচে ‘রেড ডেভিলস’ ভক্তরা জয়ের আশায় বুধ বাঁধবেন নাই বা কেনো। হোসে মরিনহোর বিদায়ের পর ম্যানইউকে যেন চেনাই যাচ্ছ না। নতুন কোচ ওয়ে গুন্নার সোলসারের হাত ধরে ওল্ড ট্র্যাফোর্ডে বইছে খুশির হাওয়া। তার অধিনে ১১টি ম্যাচের ১০টিতে জয় পেয়েছে তারা। আর অন্যটি ড্র হয়েছে। এমন পারফরম্যান্সের সাথে ঘরের মাঠে দূর্বল পিএসজির বিপক্ষে সব দিক থেকেই এগিয়ে আছে তারা।
সোমবার সাংবাদিক সম্মেলনে ম্যানইউ কোচ সোলসারের বলেছেন, ‘‘বিশ্বের অন্যতম সেরা ক্লাব দলের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। ফলে আমাদের আরও সংহত এবং পরিচ্ছন্ন ফুটবল খেলতে হবে।’’ বরং প্রতিপক্ষ শিবিরে নেইমার এবং কাভানি না থাকায় কিছুটা হতাশই সোলসার। বলেছেন, ‘‘বিশ্বের সেরা ফুটবলারদের বিরুদ্ধে খেলার আলাদা একটা তৃপ্তি থাকে। আমি ব্রাজিলের রোনালদো এবং লুইস ফিগো সমৃদ্ধ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলেছিলাম। এতে খেলার মান অনেক বেড়ে যায়। তবে এই পিএসজি নেইমারদের ছাড়াও শক্তিশালী। ফলে আমাদের অনেক সাবধানে খেলতে হবে।’’
অন্যদিকে ইনজুরিতে ছিটকে যাওয়া নেইমার ও কাভানির অভাব কিছুতেই ঘোচাতে পারবে না পিএসজি। তবে পিএসজির জন্য সুসংবাদ হল তাদের মিডফিল্ডার মার্কো ভারেত্তি ইনজুরি কাটিয়ে ফিরছেন এই ম্যাচে।
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে আরও এক জন নতুন পরীক্ষা দিতে চলেছেন। তিনি এঞ্জেলো ডি মারিয়া। পাঁচ বছর আগে তিনি এই ক্লাবে খেলতে এসেছিলেন। কিন্তু সেই সময়ের ম্যানেজার লুইস ফান হালের সঙ্গে তিক্ততার কারণে এক মৌসুম পরেই চলে গিয়েছিলেন প্যারিসে। দি মারিয়া বলেছেন, ‘‘ক্লাবকর্তারাও পর্যাপ্ত সময় দেননি আমাকে।’’
তবে কি অপমানের জবাব দিতে চান তিনি? দি মারিয়া বলেছেন, ‘‘সেরা ফুটবল খেলতে চাই। এই ম্যাচের গুরুত্ব কী, সেটা খুব ভালোই জানা আছে আমার।’’