রোববার (১৭ নভেম্বর) রাতে উয়েফা নেশনস লিগের বেশকিছু ম্যাচ মাঠে গড়িয়েছে। এরমধ্যে সবার নজরে ছিল ইতালি-ফ্রান্সের ম্যাচটিতে। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নেশনস লিগে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে। যেখানে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স।
গ্রুপ এ-২ তে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফরাসিরা। অন্যদিকে রানার্সআপ হয়ে সেরা আটে গেছে ইতালি।
আরও পড়ুন: রংপুর রাইডার্সে খেলবেন অলরাউন্ডার খুশদিল
৬ ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ইতালির পয়েন্টও ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে ৩য় ও ৪র্থ অবস্থানে আছে বেলজিয়াম ও ইসরায়েল।