6.7 C
New York
Friday, March 29, 2024

Buy now

আবারও ইনজুরিতে নেইমার, ছাড়তে হচ্ছে পিএসজি

আবারও ইনজুরির কারণে প্রায় ৪-৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তাই তো বলা হচ্ছে, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজির) হয়ে শেষ ম্যাচ খেলছেন নেইমার!

প্যারিসের ক্লাবে নেইমারের সঙ্গে ছিলেন বিশ্বের আরও দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি। কিন্তু এ ত্রিফলা আক্রমণ আর হয়তো দেখা যাবে না। এই মৌসুমে সম্ভবত আর খেলা হবে না নেইমারের। পরের মৌসুমে ব্রাজিলের তারকা ফুটবলারকে না রাখার চিন্তাই করছেন এখন পিএসজি।

আরও পড়ুন: বেশ কিছু রোমাঞ্চকর খেলা

২০১৭ সালে প্রায় ১৭৩০ কোটি টাকা দিয়ে নেইমারকে কিনেছিল ফরাসি দলটি। কিন্তু মৌসুম শেষে ওই মূল্যের প্রায় অর্ধেকের কম টাকাতেই ছেড়ে দিতে রাজি তারা। শোনা যাচ্ছে প্রায় ৭০০ কোটি টাকা পেলেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে। পিএসজির হয়ে ১৭৩টি ম্যাচ খেলে ১১৮টি গোল করেছেন এ তারকা।

মেসি, এমবাপের সঙ্গে নেইমারকে রাখার খরচ বইতে পারছে না বলে দলকে চারবার ফরাসি লিগ জেতানো এ তারকাকে ছেড়ে দিতে চাইছে পিএসজি। যদি নেইমারকে ছেড়েই দেয় পিএসজি, তাহলে মেসি-এমবাপের সঙ্গে তার যে জুটি গড়ে উঠেছিল, সেটা আর থাকছে না।

নেইমার শনিবার রাতে একটি পোস্ট করে সেখানে লেখেন, ‘আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

আরও পড়ুন: অপেক্ষায় বিসিবি

প্রসঙ্গত, গত মাসে লিলের বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান নেইমার। কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচ খেলার পরই ঠিক একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। পরে যদিও চোট সারিয়ে ফিরতে পেরেছিলেন টুর্নামেন্টের মধ্যেই। এবার আর এত তাড়াতাড়ি ফেরা হচ্ছে না। গোড়ালিতে যে চোট নেইমার পেয়েছেন তাতে আগামী চার মাসে তার পক্ষে খেলা সম্ভব নয়। অস্ত্রোপচার করাতে হবে তাকে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles