৯ উইকেটে ৭১৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলংকা। এতে অতিথিদের লিড দাঁড়িয়েছে ২০০। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে এর চেয়ে বেশি রান আছে কেবল একটি। ২০১৪ সালে ঢাকা টেস্টে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিল লংকানরাই।
এদিকে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও দলীয় ৫২ রানের মাথায় পেরেরার শিকার হয়ে ফেরেন ইমরুল কায়েস। এর পর ৭৬ ও ৮১ রানে তামিম ইকবাল ও মুশফিকুর রাহিম আউট হলে চাপে পড়ে বাংলাদেশ । এক প্রান্ত আগলে রেখে ক্রিজে আছেন মমিনুল হক।
চতুর্থ দিন শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান। মমিনুল হক অপরাজিত আছেন ১৮ রানে।এছাড়া
তামিম ইকবাল ৬২ বলে ৪১ রান, ইমরুল কায়েস ৪৮ বলে ১৯ রান,মুশফিক রাহিম ২০ বলে ২ রান করে আউট হয়েছেন।