আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দুই টেস্টে নেতৃত্ব দেবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে নেতৃত্ব হারানোর গুঞ্জন থাকলেও, আফগানিস্তানের পর উইন্ডিজ সিরিজেও দলের দায়িত্ব পেলেন তিনি।
রোববার (১০ নভেম্বর) স্কোয়াডে কোনো চমক ছাড়াই শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ইনজুরির কারণে এই টেস্টে নাম নেই মুশফিকুর রহিমের।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১১ নভেম্বর)
এক টেস্ট পর ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন খালেদ আহমেদ ও স্পিনার নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টের পর উইন্ডিজ সফরের দলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও মাহিদুল ইসলাম অঙ্কন।
প্রসঙ্গত, ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।
এ সফরে টেস্ট ছাড়াও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।
আরও পড়ুন: দেড়যুগ পর প্রাণ ফিরে পেলো চান্দু স্টেডিয়াম
দুই টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।