বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের রোববার গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। বলিষ্ট এই নেতাকে দেখতে এর মধ্যে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্টপতি আব্দুল হামিদসহ আরো অনেক।
রোববার ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার খবর শোনার পরপরই তাকে দেখতে নড়াইলে থেকে ঢাকায় আসেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনাক মাশরাফি বিন মুর্তজা। রোববার রাত সোয়া নয়টার দিকে হাসপাতালে পৌঁছান মাশরাফি। সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
রোববার হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি হন। ডাক্তারের চিকিৎসা চলার সমই একবার স্টোক করেন তিনি। এরপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। যার একটি রিং পড়ানো হয়েছে। তবে আজ তিনি আগের থেকে কিছুটা ভালো আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।