9.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন মালিঙ্গা

চলতি সপ্তাহে কলম্বোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তবে এই সিরিজের প্রথম ম্যাচটি খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন লাসিথ মালিঙ্গা। কলম্বোতে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।

নির্বাচকরা মালিঙ্গাকে পুরো সিরিজেই খেলার কথা বলেছিলেন। তবে তিনি শুধু প্রথমটি খেলার কথা নির্বাচকদের জানিয়ে দিয়েছেন বলে খবরে এসেছে। টেস্ট ক্রিকেটের আগেই বিদায় জানানো মালিঙ্গা ১৩ উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সেরা বোলার ছিলেন। ওয়ানডের ক্রিকেটকে বিদায় জানানোর পর শ্রীলঙ্কার হয়ে তিনি শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করবেন।

শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার পূর্ণ নাগরিকত্ব পেয়েছেন তিনি। তাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর পর পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় থিতু হচ্ছেন এই তারকা পেসার। মালিঙ্গার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট আইল্যান্ড ক্রিকেট।

মুত্তিয়া মুরালিধরন আর চামিন্দা ভাসের পর মালিঙ্গাই শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ২১৯ ইনিংসে নিয়েছেন ৩৩৫ উইকেট। তার ওপরে আছেন শুধু মুত্তিয়া মুরালিধরন (৫২৩) ও চামিন্দা ভাস (৩৯৯)।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles