কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নতুন মাইফলক স্পর্শ করেছেন কিউই পেসরা ট্রেন্ট বোল্ট। টেস্টের প্রথম দিনেই অভিজাত এ ফরম্যাটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট করে এ কৃতিত্ব অর্জন করেন বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় এবং টেস্ট ক্রিকেট ইতিহাসের ২৮তম খেলোয়াড় হিসেবে ২৫০ উইকেটের মালিক হলেন তিনি।
দ্রুত গতির এই পেসার ৬৩ টেস্ট ম্যাচ খেলে ২৭.৬১ এভারেজে ২৫০ উইকেট শিকার করলেন। যেখানে ৮বার ৫ উইকেট এবং ১বার ১০ উইকেট শিকার করেন তিনি। আরকে কিউই পেসার টিম সাউথি ২৫০ উইকেটের মাইলফলক থেকে মাত্র ৫ উইকেট দূরে রয়েছেন।
টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম ২৫০ উইকেট শিকারের তালিকায় ১নাম্বারে আছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং নিউজিল্যান্ডের হয়ে এ তালিকার এক নাম্বারে আছেন স্যার রিচার্ড হ্যাডলি।
কলম্বো টেস্টে টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪৪ রান তুলে দিন শেষ করেছিল। আজ শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির দাপটে মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। পরবর্তীতে আম্পায়াররা খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।