২০২২ সালের ফিফা বিশ্বকাপের সবগুলো ম্যাচ কাতারেই হবে বলে জানিয়েছেন বিশ্বকাপ ফুটবল আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হাসান আল থাওয়াদি।
মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে নয় কাতারেই হবে ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২, গত শুক্রবার তিনি গণমাধ্যমকে জানান। ৮ টি ভেন্যুতে ৬৪টি ম্যাচের খেলা অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতারে। কাতারের উপর সৌদি জোটের অবরোধের কারণে কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের কিছু ম্যাচ কাতারে অনুষ্ঠিত না হয়ে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে।
২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট। প্রসঙ্গত, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং কথিত জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন ও লালন-পালনের অভিযোগে এই অবরোধ আরোপ করে সৌদি আরব ও তার জোট।
যদিও সৌদি আরব বরাবরই কাতারকে বিভিন্ন শর্ত সাপেক্ষে অবরোধ উঠিয়ে নেবে বলে আশ্বাস দিচ্ছে কিন্তু দোহা বরাবরই সৌদির দেয়া অভিযোগগুলো অস্বীকার করে আসছে।