শুক্রবার বিপিএলে রাতের ম্যাচে কুমিল্লার বোলিংয়ে বিধ্বস্ত রাজশাহীর ব্যাটিং। সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে পারল মিরাজরা। সর্বোচ্চ রান আসে শ্রীলঙ্কান পেসার উদানার ব্যাট থেকে।
টসে হেরে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। আজ রাজশাহীর হয়ে মোমিনুলকে নিয়ে ওপেনিংয়ে নামেম অধিনায়ক মিরাজ। শুরুতে মিরাজ চার্জ করে খেললেও অন্য প্রান্ত থেকে সাড়া পাননি তিনি।
দলীয় ২০ রানের মাথায় জোড়া উইকেট হারায় রাজশাহী। প্রথমে ৩ রানে মোমিনূলকে এবং ০ রানেইসৌম্য তুলে নেন সাইফুদ্দিন। পরবর্তীতে সেই ধাক্কা সামলে ওঠেন মিরাজ ও হাফিজ। তবে দলীয় ৫৩ রানে ফের রাজশাহী শিবির তিনটি উইকেট তুলে নেন কুমিল্লা। এ সময় প্রথমে ১৭ বল থেকে ১৬ রান করা হাফিজকে ফেরান লিয়াম ডোসন।
পরবর্তীতে ১৭ বল থেকে ৩০ রান করা মিরাজকে ও পঞ্চম উইকেটে নামা ইভানকে (০) তুলে নেন আফ্রিদী।
দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানো রাজশাহীর হয়ে এ সময় জাকির হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ছিলেন ব্যর্থ। তিনি ২৬ বল থকে ২৭ রান করে লিয়াম ডেসামের দ্বিতীয় শিকারে পরিণত হন।
শেষদিকে ইউসুর উদানা ৩০ বল থেকে ৩২ রান করলে কিছূটা লড়াই করার পুজি পায় রাজশাহী। ১৮.৫ ওভারে সকিটি উইকেট হারিয়ে ১২৪ রানে শেষ হয় তাদের ইনিংস।
কুমিল্লার হয়ে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন আফ্রিদী। এছাড়া সাইফুদ্দিন, ডোসাম ও রনি নেন ২ টি করে উইকেট।