আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিটে শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ঢাকা ডায়নামাইটস এবারের বিপিএল যাত্রা শুরু করেছে রাজশাহী কিংসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে। আগামীকাল খুলনার বিপক্ষেও এই জয়ের ধারা ধরে রাখতে মাঠে নামবে ঢাকা। অন্যদিকে এবারের বিপিএলে মাশরাফির রংপুরের বিপক্ষে এক মাত্র ম্যাচটি খেলে তাতে স্বল্প ব্যবধানে হেরে যাওয়ায় ঢাকার বিপক্ষে খুলনার জন্য ম্যাচটি তারা গুরুত্বের সাথেই নেবে।
গত বিপিএলগুলোতে খুলনার বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। তাইতো আগামীকাল খুলনাকে ছোট করে দেখবেনা তারা, মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই ঢাকা মাঠে নামবে জয়ের লক্ষ্যেই। আর সে কারণেই একাদশে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।
ঢাকা ডায়নামাইটস-এর সম্ভাব্য একাদশ: সুনিল নারায়ণ, হযরতউল্লাহ যাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরেন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেল হোসেন।