বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন, সে টুর্নামেন্টের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বের পদ ছেড়ে দেবেন। সেই কথা রেখে সম্প্রতি অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি।
এরপর তাঁর জায়গায় রোহিত শর্মার নাম ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেতেও ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, আজ এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই। টেস্টের সহ-অধিনায়ক হিসেবেও তাঁর নাম ঘোষণা করা হয়েছে।
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য রোহিতকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় বোর্ড। ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিরাট কোহলি। এক টুইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন বলে ঘোষণা দেন।
টুইটে কোহলি বলেন, ‘আমার চাপের কথা ভেবে দেখলাম, তিন ফরম্যাটে খেলা আবার অধিনায়কত্ব, গত ৪-৫ বছর ধরে আমার জন্য একটু বেশি খাটুনি যাচ্ছে। সব সময়ই আমি দলকে সেরাটা দিয়ে এসেছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে আমার একটু বিরতি দরকার। তাই বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে আমি আর ভারতকে নেতৃত্ব দেব না। ব্যাটার হিসেবে দলের সঙ্গে থাকব।’