চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির বিরুদ্ধে পারজয় শিকার করতে হয়েছে ম্যানইউকে। এই ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিরুদ্ধে ম্যাচে দু’বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল পল পগবাকে। জানা যাচ্ছে, সে দিন ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে ফিরে ফরাসি তারকা সাংঘাতিক মাথা গরম করেন। শুধু তাই নয়, নিজের লকারও ভেঙে ফেলেন। তাঁর এতটা হতাশ হওয়ার কারণ, ফ্রান্সে গিয়ে পিএসজি-র বিরুদ্ধে ফিরতি ম্যাচ খেলার সুযোগ হারানো।
দু’বার হলুদ কার্ডে তাঁর লাল কার্ডের সমান শাস্তি হওয়ায় মারাত্মক হতাশ হন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। ম্যাচের পরে বলেছিলেন, ‘‘লাল বা হলুদ কার্ড ফুটবলের অঙ্গ। কিন্তু মাঝে মধ্যে সেটা দুর্ভাগ্যজনক ভাবে ঘটে। পলের ক্ষেত্রে সেটাই হয়েছে। দানি আলভেসকে এমন কিছু মারাত্মক ফাউল ও কিন্তু করেনি।’’
শুক্রবার ম্যানইউয়ের একটি সূত্র জানিয়েছে, পগবা মাথা গরম করার জন্য ক্লাব, ম্যানেজার এবং সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে খেলতে পারবেন না ভেবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই মাথা গরম করে ফেলেন।