গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের দেওয়া ৭৩ রানের লক্ষ্য ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিলো রংপুর রাইডার্স।
রংপুর ছোটে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানের মাথায় মেহেদী মারুফের উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে গেইল ও ডি ভিলিয়ার্সের অপরাজিত ৬৫ রানের জুটিতে কুমিল্লার সহজ জয় নিশ্চিত হয়।
এই জুটিতে ২২ বল থেকে ৩৪ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। তার ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কার মার ছিল। এছাড়া ৩০ বল থেকে ৩৫ রানের ইনিংস খেলেন গেইল। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কার মার ছিল।
এই ম্যাচ দিয়েই বিপিএল ষষ্ঠ আসরকে বিদায় জানালেন ডি ভিলিয়ার্স। আজই তিনি দেশে ফিরে যাচ্ছেন। এছাড়া রংপুরের হেলস ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন। এই দুই ক্রিকেটারের জায়গায় রংপুর দলে আসছেন ম্যাক্সওয়েল।
কুমিল্লার হয়ে একমাত্র উইকেটটি পান সঞ্জিত সাহা।
চলতি আসরে ১২ ম্যাচে ৮ জয় দিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্বের লড়াই শেষ করল রংপুর। আর সমান ম্যাচে ৮ জন নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল কুমিল্লা।