13.3 C
New York
Friday, May 10, 2024

Buy now

চলে গেলের বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক শামীম কবির

দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির। সোমবার সকালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭৭ সালে প্রথম কোনো বিদেশি দল হিসেবে পাঁ রাখে ইংল্যান্ডের বিখ্যাত এমসিসি (মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব)। দলটির বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে সময়কার ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়াম) ম্যাচটিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছিলেন শামীম কবির। আর এতেই তিনি বাংলাদেশ দলের প্রথম নেতৃত্ব দেওয়া অধিনায়কের মর্যাদা পান। শামিম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির।

নরসিংদীর জমিদার পরিবারে ১৯৪৫ সালে জন্ম শামিম কবিরের। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৬১ সালে। খেলেছেন ৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ফিফটি (৬৪) ১৯৬৪ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএর বিপক্ষে।

ক্রিকেট ছেড়ে বসে থাকেননি শামীম কবির। খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বিসিবিতে। বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার।

গেল শনিবার বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের চিকিৎসার ব্যয়বার বহন করবে বলে সবশেষ বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles