সেমাবার রাতের ম্যাচে তারকা সমৃদ্ধ ঢাকা মুখোমুখি হয়েছিল চিংগংয়ের সামনে। তবে ১৩৯ রানেই শেষ হলো ঢাকার ইনিংস। চিটাগংয়ের ম্যাচ জিততে প্রয়োজন ১৪০ রান।
ব্যাটিংয়ে নেমে ঢাকা শুরু থেকেই উইকেট হারাতে থাকে। দলীয় ৯৫ রান তুলতেই তারা হারায় টপ অর্ডার ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটসম্যান। ওপেনিং জুটিতে শুন্য রানেই হারায় রনি তালুকদারের উইকেট।
নারাইন ও আফ্রিকান ব্যাটসম্যান ১৮ করে রান করে প্যাভিলনে ফেরেন। মিডল অর্ডারে নামা সাকিব দলীয় সর্বোচ্চ ৩৪ বল থেকে ৩৪ রান করেন। এছাড়া ঢাকার হয়ে লোয়ার অর্ডারে ১৫ বল থেকে ২৯ রান করে রান আউট হন শুভাগত হোম। এছাড়া ১৮ বল থেকে ২৭ রানের ইনিংস খেলেন সোহান। এছাড়া উল্লেখ করার মতো আর কোনো ব্যাটসম্যান ঢাকার হয়ে রান করতে পারেননি।
চিটাগংয়ের হয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নেন ফ্রাংলিংক। ডেলপোর্ট ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। খালেদ নেন ১টি উইকেট।