২০২৪ সাল জুড়েই বেশ ভালো সময় কাটিয়েছে লিভারপুল। এক কথায় বলা যায়, উড়ন্ত অবস্থায় কাটছে তাদের চলতি মৌসুম। লিগে একের পর এক ম্যাচ জিতেই যাচ্ছে স্লটের দল। কোনো দলই টিকতে পারছে না তাদের সামনে।
এরই মধ্যে লিভারপুল ২০২৪ সালের শেষ ম্যাচটি খেলেছেন। রোববার (২৯ ডিসেম্বর) ওয়েস্ট হ্যামের মাঠে ৫-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন তারা।
ম্যাচ শুরুর আধা ঘণ্টা পর তাদের গোলের শুরুটা হয়। ডি-বক্সে আলগা বল পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। তার ১০ মিনিট পর সালাহর পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ ডিসেম্বর)
ম্যাচের ৪৪তম মিনিটে সালাহ নিজেই গোল করে লিভারপুলকে তৃতীয় গোল এনে দেন। বিরতির পর আরও দুই গোল হজম করে ওয়েস্ট হ্যাম। ৫৪তম মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন ট্রেন্ড আর্নল্ড। আর লিভারপুলের পঞ্চম গোলটি আসে দিয়েগো জোতার পা থেকে।
প্রসঙ্গত, ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল।