9.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন যারা

২০১৩ হতে ২০২০ সাল পর্যন্ত ৮৫জন কৃতি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।

পুরস্কার প্রাপ্ত প্রত্যেকে পাচ্ছেন- একটি আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং সম্মাননাপত্র।

বুধবার (১১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ৯ টায় এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুনঃ আইপিএল ছেড়ে টেস্ট খেলতে বাংলাদেশে লঙ্কান তারকা

মঙ্গলবার (১০ মে) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ নেইমারদের বিরুদ্ধে খেলতেই হবে মেসিদের: ফিফা

জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২০ পাচ্ছেন যারা:-

১. বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল (মরণোত্তর), ক্যাটাগরি – খেলোয়াড় ও সংগঠক
২. বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান সিনহা (মরণোত্তর), ক্যাটাগরি – সংগঠক (ক্রিকেট)
৩. নাজমুল আবেদীন (ফাহিম), ক্যাটাগরি – সংগঠক (ক্রিকেট কোচ)
৪. মো. মহসীন, ক্যাটাগরি- খেলোয়াড় (ফুটবল)
৫. মো. মাহাবুবুল এহছান রানা, ক্যাটাগরি – খেলোয়াড় (হকি)
৬. গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ক্যাটাগরি – খেলোয়াড় (দাবা)
৭. বেগম মোছা: নিলুফা ইয়াসমিন, ক্যাটাগরি – খেলোয়াড় (অ্যাথলেটিক্স)
৮. আব্দুল কাদের স্বরণ, ক্যাটাগরি – খেলোয়াড় (ব্যাডমিন্টন – বুদ্ধিপ্রতিবন্ধী)
৯. তানভীর মাজহার তান্না, ক্যাটাগরি – সংগঠক (ফুটবল)
১০. মৃত অরুন চন্দ্র চাকমা, ক্যাটাগরি – সংগঠক (অ্যাথলেটিক্স) (মরণোত্তর)
১১. লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, ক্যাটাগরি – সংগঠক (আরচারি)
১২. দিপু রায় চৌধুরী, ক্যাটাগরি – খেলোয়াড় (ক্রিকেট)
১৩. কাজী নাবিল আহমেদ, ক্যাটাগরি – সংগঠক (ফুটবল)
১৪. ইন্তেখাবুল হামিদ, ক্যাটাগরি – সংগঠক (শ্যুটিং)
১৫. বেগম মাহফুজা রহমান তানিয়া, ক্যাটাগরি – খেলোয়াড় (সাঁতার)
১৬. বেগম ফারহানা সুলতানা (শীলা), ক্যাটাগরি – খেলোয়াড় (সাইক্লিং)
১৭. টুটুল কুমার নাগ, ক্যাটাগরি – খেলোয়াড় (হকি)
১৮. মাহবুবুর রব, ক্যাটাগরি – খেলোয়াড় (ব্যাডমিন্টন)
১৯. বেগম সাদিয়া আক্তার উর্মি, ক্যাটাগরি – খেলোয়াড় (টেবিল টনিস – বুদ্ধিপ্রতিবন্ধী)
২০. ফরিদা আক্তার বেগম, ক্যাটাগরি – সংগঠক (অ্যাথলেটিক্স)
২১. জ্যোৎস্না আফরোজ, ক্যাটাগরি – খেলোয়াড় (অ্যাথলেটিক্স)
২২. মো. রফিক উল্যা আখতার (মিলন), ক্যাটাগরি – সংগঠক (অ্যাথলেটিক্স)
২৩. কাজী আনোয়ার হোসেন, ক্যাটাগরি – খেলোয়াড় (ফুটবল)
২৪. মো. শওকত আলী খান (জাহাঙ্গীর), ক্যাটাগরি – সংগঠক (ফুটবল)
২৫. মীর রবিউজ্জামান, ক্যাটাগরি – খেলোয়াড় (জিমন্যাস্টিকস)
২৬. মোহাম্মদ আলমগীর আলম, ক্যাটাগরি – খেলোয়াড় (হকি)
২৭. তৈয়েব হাসান সামছুজ্জামান, ক্যাটাগরি – সংগঠক (রেফারী)
২৮. নিবেদিতা দাস, ক্যাটাগরি – খেলোয়াড় (সাঁতার)
২৯. মাহমুদুল ইসলাম রানা, ক্যাটাগরি – সংগঠক (তায়কোয়ানডো)
৩০. শাহরিয়া সুলতানা, ক্যাটাগরি – খেলোয়াড় (ভারোত্তোলন)
৩১. আওলাদ হোসেন, ক্যাটাগরি – সংগঠক ( জুডো, কারাতে ও মার্শাল আর্ট)
৩২. ওয়াসিফ আলী, ক্যাটাগরি – খেলোয়াড় (বাস্কেটবল)
৩৩. শেখ বশির আহমেদ (মামুন), ক্যাটাগরি – সংগঠক (জিমন্যাস্টিকস)
৩৪. মো. সেলিম মিয়া, ক্যাটাগরি – খেলোয়াড় (সাঁতার)
৩৫. হাজী মো. খোরশেদ আলম, ক্যাটাগরি – সংগঠক (রোইং)
৩৬. আবু ইউসুফ, ক্যাটাগরি – খেলোয়াড় (ফুটবল)
৩৭. এ. টি. এম. শামসুল আলম, ক্যাটাগরি – সংগঠক (টেবিল টেনিস)
৩৮. রহিমা খানম যুথী, ক্যাটাগরি – খেলোয়াড় (অ্যাথলেটিক)
৩৯. আসাদুজ্জামান কোহিনুর, ক্যাটাগরি – সংগঠক (হ্যান্ডবল) এবং
৪০. মো. মাহবুব হারুন, ক্যাটাগরি – খেলোয়াড় (হকি) সহ মোট ৮৫ জন।

বিডি স্পোর্টস নিউজ/এনসি

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles