স্পেনের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও অন্য অঞ্চলগুলোর ম্যাচ চালিয়ে গেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এমন ভয়াবহ পরিস্থিতিতে খেলার তীব্র সমালোচনা করেছেন ভিয়ারেয়াল ফরোয়ার্ড আয়োসে পেরেস।
স্প্যানিশ ফরোয়ার্ড পেরেসের বলেন, আমাদের এমন পর্যায়ে পৌঁছানো উচিত হয়নি যেখানে কোচ ও খেলোয়াড়দের সামনে আসতে হবে এবং তাদের মতামত দিতে হবে, কারণ পরিস্থিতি এটাই পরিষ্কার… আমরা একটি (প্রাকৃতিক) বিপর্যয়ের কথা বলছি। আমাদের ভালেন্সিয়ার পাশে থাকা উচিত ছিল। জীবনের আগে ফুটবল নয়, ফুটবল আসবে দ্বিতীয় কিংবা তৃতীয়তে। গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই সমস্ত লোকজনের পাশে থাকা যারা ক্ষতিগ্রস্থ হয়েছিল।
আরও পড়ুন: উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
বন্যার পরপর রায়ো ভাইয়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচটি খেলেনি ভিয়ারেয়াল। তবে পরের সপ্তাহে আলাভেসের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল পেরেসদের।
তিনি আরও বলেন, ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা ছিল খুবই আবেগময় মুহূর্ত। ভালেন্সিয়ার এত কাছাকাছি ভিয়ারেয়াল যে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম, ম্যাচ খেলার জন্য এটা সেরা কন্ডিশন ছিল না। সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। আমাদের খেলতে হতো, তাই আমরা খেলেছি। কিন্তু আমরা সবাই একমত হয়েছি যে এটা করা উচিত হয়নি।
মানুষের এমন কঠিন সময়ে ফুটবল ম্যাচ খেলার কোনো মানেই হয় না বলে অভিমত প্রকাশ করেছিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক, আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)
প্রসঙ্গত, ভালেন্সিয়াসহ স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিবৃষ্টির ফলে আকস্মিক বন্যা হয় গত মাসের শেষ দিকে। এতে ২০০ এর বেশি মানুষ মারা যান। এখনও নিখোঁজ অনেকে। ঘরহারা হন বহু মানুষ।