লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে ‘সাপোর্টারস শিল্ড’ শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। আর এই শিরোপা জয়ের কারিগর ছিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শিরোপা জয়ের ম্যাচে জোড়া গোল করেন মেসি। অন্য গোলটি করনে লুইস সুয়ারেজ।
মেসির ফুটবল ক্যারিয়ারের ৪৬তম শিরোপা এটি। এই শিরোপা জয়ের মাধ্যমে মেসির মুকুটে যোগ হলো আরো একটি পালক।
কলম্বাস ক্রুর বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে ও যোগ করা সময়ে দুটি গোল করেন ফুটবলের মহাতারকা। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরই একটি গোল শোধ করে। এরপরই মিনিটে একটি গোল করে দলকে আরও একধাপ এগিয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের ব্যবধান কমায় কলম্বাস।
আরও পড়ুন: নিজেকে ১৬ বছরের যুবক ভেবে এগোতে চান হার্দিক
কিন্তু ৬৩তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রুডি কামাচো। এতে বড় ধাক্কা খেতে হয় কলম্বাসকে। ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পেলেও মায়ামি গোলকিপার ক্যালেন্ডার ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শট। এরপরই হার নিয়ে মাঠ ছাড়তে হয় কলম্বাসকে। অন্যদিকে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি।
প্রসঙ্গত, ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এটিই মায়ামির প্রথম ট্রফি। আর মেসির ক্যারিয়ারের ৪৬তম ট্রফি।