ইতালিয়ান ‘সিরি আ’ লিগে শনিবার রাতে জুভেন্টাসের হয়ে জোড়া গোল করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদোর জোড়া গোল সত্ত্বেও ঘরের মাঠে পারমা’র কাছে আটকে গেল তুরিনের ক্লাব। সিরি আ শীর্ষে থাকা জুভেন্টাস ৩-৩ গোলে ড্র করে বসল পারমা’র বিরুদ্ধে।
ঘরের মাঠে পারমা’র বিরুদ্ধে ৩২ মিনিট ও ৬২ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো ও রুগানি। ৬৪ মিনিটে একটি গোল ফেরত দিয়ে ম্যাচে কামব্যাক করে পারমা। দু’মিনিট বাদে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়।
তবে শেষরক্ষা হয়নি। ডিফেন্ডারদের ব্যর্থতায় ম্যাচের ৭৪ মিনিটে ও অতিরিক্ত সময় আরও দু’টি গোল হজম করে বসে জুভেন্টাস। ৩-৩ গোলে অমিমাংসিত অবস্থায় শেষ হয় ম্যাচ। এই নিয়ে চলতি লিগে তৃতীয় ড্রয়ের মুখোমুখি হল তুরিনের ক্লাবটি। সেইসঙ্গে দ্বিতীয়স্থানে থাকা নাপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমলেও লিগ টেবিলের শীর্ষেই রইল জুভেন্টাস।
ড্র করলেও ২২ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। সমান ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলি। ২২ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে পরমা।
এই ম্যাচে জোড়া গোল করে ১৭ গোল নিয়ে ‘সিরি আ’ লিগের চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।