প্রথম দু’দিন চার ম্যাচের পর একদিন বিরতি পর সোমবার বিপিএলে ছিল বিরতি। তবে ৮ জানুয়ারি মঙ্গলবার থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। আজ দিনের দুটি খেলার মধ্যে দুপুর সাড়ে ১২টায় মাঠে নামছে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। এই ম্যাচে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টর্সে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। ইতোমধ্যে টুর্নামেন্টে একটি করে ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইট ও খুলনা টাইটান্স। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ৮৩ রানের বিশাল ব্যাবধানে রাজশাহী কিংসকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে। তবে খুলনা তাদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে ৮ রানে আসর শুরু করে। তাই আজ খুলনা ঢাকাকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিতে চাইবে।
তাই একাদশে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে একাদশে খেলা ব্যাথওয়েটের জায়গায় দলে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড ওয়াইস। ঢাকা একাদশ: জাজাই, নারীন, পোলার্ড, সাকিব, রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ।
নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ৮৩ রানের বিশাল ব্যাবধানে রাজশাহী কিংসকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছে। তবে খুলনা তাদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে ৮ রানে আসর শুরু করে। তাই আজ খুলনা ঢাকাকে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিতে চাইবে। তাই একাদশে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে একাদশে খেলা ব্যাথওয়েটের জায়গায় দলে এসেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড ওয়াইস।
ঢাকা একাদশ: জাজাই, নারীন, পোলার্ড, সাকিব, রাসেল, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন, মিজানুর রহমান, মোহর শেখ।
খুলনা একাদশ: স্টারলিং, জুনাইদ সিদ্দিকী, শান্ত, মাহমুদুল্লাহ, আরিফুল, ওয়াইস, জহুরুল, শরিফুল, আলী খান, জাহির, তাইজুল