দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে শেষ ১৭টি রাতের ১৬ ম্যাচই জিতেছে পরে ব্যাট করা দল। আর এই বিশ্বকাপে ভেন্যুটিতে হয়েছে ১২ ম্যাচ, তার মধ্যে ২য় ইনিংসে ব্যাট করা দলই জিতেছে ১১ ম্যাচ।
এরই ধারাবাহিকতায় স্বাভাবিকভাবে বলা যায় যে দল টস জিতবে, তারা যে ফিল্ডিং নিবে সেই ব্যাপারে কোনো সংশয় নেই। তাহলে কি বলা যায়, টস জিতলেই চ্যাম্পিয়ন!
শুধু দুবাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের ৬ আসরের ফাইনালও বলছে টস জয় গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। কারণ আগের ৬বারের পাঁচবারই ট্রফি হাতে নিয়েছে টস জয়ী দল, সেটা আগে-পরে ব্যাট করার হিসাব ছাড়াই।
মাত্র একবার টস হেরেও ট্রফি জয়ের ঘটনা ঘটেছে ২০০৯ সালে লর্ডস ফাইনালে। সেবার শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়ে হেরে যায় পাকিস্তানের কাছে।
এই পরিসংখ্যানের সঙ্গে দুবাইয়ের টস ফ্যাক্টরও বলছে ফিল্ডিং নেওয়া দলই হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন। কিন্তু নিউ জিল্যান্ড এই প্রতিকূলতার বাইরে গিয়ে জিতেছে। গত ১২ ম্যাচের মধ্যে যে দলটি আগে ব্যাট করে জিতেছে, সেই দলটি কেন উইলিয়ামসনের। স্কটল্যান্ডের বিপক্ষে এই মাঠে ১৬ রানে জিতেছিল তারা সুপার টুয়েলভে।