শনিবার বিপিএলে রাতের খেলায় সিলেটের বিপক্ষে সহজ জয় পেলো ঢাকা। তাদের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪১ রানে শেষ হয় সিলেটের ইনিংস। ঢাকা ম্যাচ জিতে নেয় ৩২ রানে। চলতি আসরে এটি
ঢাকার টানা চতুর্থ জয়।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। প্রথম ৩৭ রান তুলতেই তারা উপরের সারির ৫ ব্যাটসম্যানকে হারায়। যেখানে সর্বাচ্চ ১০ বল থেকে ১২ রান আসে সাব্বিরের ব্যাট থেকে। এছাড়া ওয়ার্নার ৭, লিটন ৯ , নাসির ১ ও আফিফ ৪ রান করে প্যাভিলনের পথ ধরেন।
এদিন সিলেটের হয়ে একমাত্র প্রতিরোধ গড়তে পেরেছেন নিকোলাস পুরান। তিনি এক পার্শ থেকে রানের চাকা সচল রাখলেও বাকিরা ছিলেন প্যাভিলিয়নের পথ ধরায় ব্যস্ত। ইনিংসের ১৮তম ওভারে রুবেলের বলে আউট হওয়ার আগে নিকোলাম ৪৭ বল থেকে ৭২ রানের ইনিংস খেলেন। ১ চার ও ৯ ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল।
পুরানের বিদায়ের পর সিলেটের পরাজয়টা ছিল সময়ের ব্যাপর। শেষ দিকে তাসকিন ১৯ বল থেকে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলাতে ৯ উইকেটে ১৪১ রানে শেষ হয় সিলেটের ইনিংস। ঢাকা জয় পায় ৩২ রানে।
ঢাকার হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন হোম ও সাকিব। এছাড়া সর্বোচ্চ ৩ টি উইকেট নেন রুবেল হোসেন। আলিস ও নারাইন নেন ১টি করে উইকেট।