টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান। বুধবার বিপিএলে খুলনা টাইটানসের বিপক্ষে দেশের তৃতীয় বোলার হিসেবে শত-উইকেট শিকারীর তালিকায় নিজের নাম লেখালেন এই বাঁ হাতি পেস বোলার। তবে তার মাইলফলকের ম্যাচেই আসরের প্রথম জয় তুলে নিয়েছে তার দল।
গতকাল খুলনা টাইটানসের পল স্টার্লিংকে সাজঘরে ফেরত পাঠিয়ে নিজের ৯৯তম উইকেট নিয়ে মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে ছিলেন মুস্তাফিজ। এরপর খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহকে ফেরত পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছে যান তিনি। ৭৮ ম্যাচে ১০০ উইকেট মাইলফলকে পৌঁছালেন তিনি। যেখানে দুইবার ৪ উইকেট ও একবার ৫ উইকেট নিয়েছেন তিনি।
শত-উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশের অন্য দুই বোলারদের মধ্যে আছেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজা। চলতি বিপিএলেই রংপুরের হয়ে দ্বিতীয় ম্যাটে টি-টোয়েন্টিকে নিজের শততম উইকেটটি তুলে নিয়েছিলেন তিনি। এছাড়াও মাশরাফি ১৩৯টি ম্যাচ খেলে ১২৩ উইকেট নিয়েছেন।
অন্যদিকে টি-২০ বিশ্ব র্যাংকিংয়ে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। সব ফরফ্যাট মিলিয়ে ২৮২ টি ম্যাচ খেলে ৩২৫ টি উইকেট নিয়েছেন সাকিব।