নিয়োগ পাওয়ার পর পরই বাংলাদেশে এসেছেন নতুন কোচ ফিল সিমন্স। আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। এসেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান কোচ। স্টেডিয়ামে গিয়ে পরিচিত হলেন খেলোয়াড়দের সঙ্গে।
১৫ অক্টোবর হাথুরুসিংহেকে বিদায় করে দেওয়ার ঘোষণার পরই বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে সিমন্সকে কোচ করার ঘোষণা দেন। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিয়ান এ কোচ।
আরও পড়ুন: হাথুরুকে শোকজও করেছে বিসিবি
সিমন্স বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের মতো দলের কোচিং করিয়েছেন। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তার সর্বশেষ জাতীয় দল ছিল পাপুয়া নিউগিনি। জাতীয় দলের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের পর এই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। আজ সকালেই ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্ট শুরু চট্টগ্রামে। এই সিরিজ দিয়েই শুরু হবে সিমন্সের বাংলাদেশ অধ্যায়।