19.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

ঢাকা প্রিমিয়ার লিগে রান তোলায় সেরা ১০ ক্রিকেটার

২৩ এপ্রিল মঙ্গলবার শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৯ আসর। টানা দ্বিতীয় বারের মত শিরোপা জিতে নিয়েছে ১০ জন জাতীয় দলের ক্রিকেটারে দল গড়া আবাহনী। আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা থাকায় দর্শক খরায় ভুগলেও জমজমাট ছিল এবারের ডিপিএল আসর।

অন্যান্যবারের মতো তেমন কোনো অস্বচ্ছতা ছিলোনা এবারের আসরে। পরিচালনার মান, স্বচ্ছতা, আম্পায়ারিং, মাঠ ও উইকেট নিয়ে কোন অভিযোগও তোলেনি কোনো দল। বলা যেতে পারে ব্যাটে বলে দারুন উপভোগ্য এক সিরিজই উপহার দিয়েছে এবার ঢাকা প্রিমিয়ার লিগ।

এবারের লিগের প্রধান বৈশিষ্ট ছিল তরুণদের ভালো খেলা। নামিদামি ক্রিকেটারদের পাশ কাটিয়ে ব্যাটিং-বোলিংয়ে দ্যুতি ছড়িয়ে অনেক প্রতিষ্ঠিত তারকাকে পাশ কাটিয়ে রান তোলা ও উইকেট শিকারে নজর কেড়েছেন কজন তরুণ ক্রিকেটার।

আবাহনী চ্যাম্পিয়ন হলেও রান তোলায় সেরা তিনের মাঝে নেই তাদের কেউই। প্রাইম দোলেশ্বরের ওপেনার সাইফ হাসান ১৬ ম্যাচ খেলে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করেছেন। তার স্ট্রাইকরেট ৭৯.৩৩। আছে ৩টি সেঞ্চুরি ও ৪ টি হাফসেঞ্চুরি। সাইফের পরেই লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ নাঈমের নাম। ১৬ ম্যাচে ৫৩.৮০ গড়ে ৮০৭ রান এসেছে নাঈমের ব্যাট থেকে। তার স্ট্রাইকরেট সাইফের চেয়েও ভালো, ৯৪.৩৮। ৩টি সেঞ্চুরি সাথে ৫টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। আর তিন নাম্বারে মোহামেডানের রাকিবুল হাসান।

আসুন দেখে নিই সেরা ১০ রানশিকারী ক্রিকেটারের তালিকা

খেলোয়াড়ম্যাচরানসর্বোচ্চ গড় ১০০ ৫০
সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর) ১৬৮১৪১৪৮*৬২.৬
মোহাম্মদ নাঈম (লিজেন্ডস অব রূপগঞ্জ) ১৬ ৮০৭ ১৩৬৫৩.৮
রকিবুল হাসান (মোহামেডান) ১৬ ৭৮১ ১০২৬০.৭
জহুরুল ইসলাম অমি (আবাহনী)১৫ ৭৩৫ ১৩০৫৬.৩
ফজলে মাহমুদ (ব্রাদার্স ইউনিয়ন) ১৩ ৬০৩ ১৪৯*৭৫.৩
এনামুল হক বিজয় (প্রাইম ব্যাংক) ১৬ ৫৫২ ১০২৩৬.৮
নাজমুল হোসেন শান্ত (আবাহনী) ১৬ ৫৪২ ৮৩৩৮.৭
মেহেদী মারূফ (লিজেন্ডস অব
রূপগঞ্জ)
১২ ৫৪০১৩৭*৫৪.০
নুরুল হাসান সোহান (শেখ জামাল) ১৬ ৫২৪ ৮৩*৪৩.৬
তানভির হায়দার (শেখ জামাল) ১৬৫২০ ১৩২*৫৭.৭

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles