আঙুলের ইনজুরিতে সাকিব আল হাসান ও লিগামেন্ট এবং পাঁজরের ইনজুরির চোটে প্রথম টেস্টে খেলা হয়নি মুশফিকুর রহিমের। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও এই দুই ব্যাটসম্যানের ফেরা হচ্ছে না এটা একরকম নিশ্চিত বলা চলে। এই যখন অবস্থা তখন টাইগার শিবিরে ধেয়ে আসল নতুন দুঃসংবাদ।
বুধবার ওয়েলিংটনে বেসিন রিজার্ভে প্রথমদিনের অনুশীলন সেশনে নেমেছিল বাংলাদেশ দল। এদিন অনুশীলনের সময় তামিম ইকবালও ব্যথা অনুভব করেছেন। তবে সেটি তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন টাইগার কোচ স্টিভ রোডস।
তামিমের বিষয়ে রোডস বলেন, ‘আজ (বুধবার) খুবই হালকা অনুশীলন করেছে তামিম। খুবই ক্ষীণ একটা ব্যথা রয়েছে তার। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে দুই ইনিংসে অনেক ব্যাটিং করেছে এবং ২০০ রান করেছে। সে ভালো আছে।’