বিপিএলে বুধবার (১৬ জানুয়ারি) যথারীতি দুটি ম্যাচ থাকবে। দুপুর ১.৩০ মিনিটে অপ্রতিরোধ্য ঢাকা ডায়নামাইটস খেলবে রাজশাহী কিংসের বিপক্ষে। ৪ ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে সাকিবের দল। সন্ধ্যা সাড়ে ছয়টায় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে আতিথ্য দেবে সিলেট সিক্সার্স। দুদলই নামবে জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ নিয়ে।
প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে মায়ের নামাঙ্কিত জার্সি পড়ে নামবেন রাজশাহী কিংসের খেলোয়াড়রা। কোন উপলক্ষ নয়, প্রত্যেকের জীবনে মায়ের অবদানকে স্মরণ করতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির এই উদ্যোগ।
খুলনার বিপক্ষে বাজে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চায় রাজশাহী কিংস। প্রথম দেখায় রাজশাহীকে সহজেই হারিয়েছিলো ডায়নামাইটস। এই ম্যাচটি তাই প্রতিশোধের মিরাজের দলের জন্য।
সিলেটে অনুশীলন করেছে রংপুর রাইডার্স। শেষ দুই ম্যাচে হেরে আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা খেয়েছে মাশরাফীর দল। রানে নেই গেইল। সিলেট সিক্সার্সের বিপক্ষে রানের জন্য রাইলি রুশোর দিকে তাকিয়ে চ্যাম্পিয়নরা।