মঙ্গলবার ভারতরে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত বিরাটরা ১-০ তে এগিয়ে আছে। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
অজিরা টি২০ সিরিজে পাওয়া ছন্দ প্রথম একদিনের ম্যাচেই হারিয়েছে। মূলত ভারতীয় বোলারদের সামনে তাদের ব্যাটসম্যানদের আত্মসমর্পনই এর প্রধান কারণ। রানের মধ্যে থাকা খোয়াজা, ম্যাক্সওয়েলের পাশাপাশি এবার অন্তত ফর্মে ফিরুন ফিঞ্চ – এটাই আশা করা হচ্ছে। তবে তাদের পক্ষে ভাল খবর এই ম্যাচে দলে ফিরতে চলেছেন শন মার্শ। তাঁকে জায়গা করে দিতে দলের বাইরে যেতে হতে পারে অ্যালেক্স কেরি বা অ্যাশ্টন টার্নারকে।
দুই দলের সম্ভাব্য স্কোয়াড
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, বিজয় শঙ্কর/ রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ও জসপ্রিত বুমরা।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খোয়াজা, মার্কাস স্টইনিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, অ্যাশটন টার্নার/ অ্যালেক্স কেরি, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, ও জেসন বেহেরনডর্ফ।