8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর জন্য ইতিমধ্যেই দলগুলো তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে। উক্ত দলগুলোর মধ্যে শুধু ওয়েস্টইন্ডিজই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল। এমনকি ওয়েস্টইন্ডিজই টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দল। ২০১২ এবং ২০১৬ তে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে হারিয়ে ২বার ট্রফি তুলে নেয় ক্যারিবিয়ানরা।

তবে চলুন দেখে নিই কোন দলের হয়ে কারা খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে –

ওয়েস্টইন্ডিজ- কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, নিকোলাস পুরান,ক্রিস গেইল,ডোয়াইন ব্র্যাভো, আন্দ্রে ফ্লেচার,রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, ওবেদ ম্যাকয়, ওশান টমাস, এভিন লুইস, আন্দ্রে রাসেল, রবি রামপল,লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

নিউজিল্যান্ড- কেন উইলিয়ামসন (অধিনায়ক),মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান,টিম সেইফার্ট,টড অ্যাস্টল, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি , কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসেন, অ্যাডাম মিলনে। (চোট সাপেক্ষে এক্সট্রা খেলোয়াড় রাখা হয়েছে)।

আফগানিস্তান- মোহাম্মদ নবী (অধিনায়ক),রশিদ খান, মোহাম্মদ শাহজাদ, রহমানউল্লাহ গুরবাজ,উসমান ঘানি, করিম জানাত, হজরতউল্লাহ জাজাই, গুলাবদিন নাইব, আসগর আফগান, হামিদ হাসান, নাভিন উল হক, শরাফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদি, শাপুর জাদরান, কাইস আহমেদ ও মুজিব উর রহমান। (পরবর্তীতে কমানো হবে ৩ জন সদস্য)।

দক্ষিণ আফ্রিকা –টেম্বা বাভুমা (অধিনায়ক), রিজা হেন্ড্রিকস,ডেভিড মিলার, কুইন্টন ডি কক,হেইনরিখ ক্লাসেন, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, এইডেন মার্করাম, কাসিগো রাবাদা, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles