6.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

দেখে নিন পিএসএলের চতুর্থ আসরের ছয় দলের স্কোয়াড

আজ রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আর লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে পিএসএল চতুর্থ আসরের।

এবারের আসরের মূল আকর্ষণ হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেষ্টা করছে অনেকদিন ধরে পাকিস্তানে বন্ধ থাকা আন্তর্জাতিক ক্রিকেট আবার শুরু করার। সে কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে পিএসএলের চতুর্থ আসরের মোট ৩৬টি ম্যাচের মধ্যে ২৮টি ম্যাচ তারা অনুষ্ঠিত করবে আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবিতে আর বাকি গ্রুপ পর্বের শেষ চারটি সহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ হবে পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়াম এবং লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ডি ভিলিয়ার্স ছাড়াও এবারের পিএসএলে থাকছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, লুক রঞ্চি, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, লিয়াম ডসন, লরি ইভান্স, ডেভিড মালান, ক্রিস জর্ডান, সামিত প্যাটেলের মতো বিদেশি তারকারা। যদিও পাকিস্তানে গিয়ে নকআউটের ম্যাচ খেলতে রাজি নন অনেক তারকাই।

দেখে নিন পিএসএলের ছয় দলের স্কোয়াডঃ

ইসলামাবাদ ইউনাইটেডঃ মোহাম্মদ সামি (অধিনায়ক), লুক রনকি, শাহিবজাদা ফারহান, আসিফ আলি, হোসাইন তালাত, ফাহিম আশরাফ, জাফর গওহর, ওয়াক্কাস মাকসুদ, রুম্মান রাইস, শাদাব খান, ইয়ান বেল, ফিলিপ সল্ট, ক্যামেরুন ডেলপোর্ট, সমিত প্যাটেল, মুহাম্মদ মুসা, ওয়াইন পার্নেল, জহির খান, ইমাদ বাট, রিজওয়ান হোসাইনি, নাসির নাওয়াজ।

লাহোর কালান্দার্সঃ মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ফাখার জামান, হারিস সোহেল, এবি ডি ভিলিয়ার্স, ইয়াসির শাহ, সোহেল আক্তার, শাহিন শাহ আফ্রিদি, রাহাত আলী, আগা সালমান, হাসান খান, অ্যানটন ডেভিস, কার্লোস ব্র্যাথওয়েট, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচান, মোহাম্মদ ইমরান, উমাইর মাসুদ, ব্র্যান্ডন টেইলর, গওহর আলী, আইজাজ চিমা, হারিস রউফ, ডেভিড ওয়াইজ, হারদুজ ভিলজয়েন।

পেশোয়ার জালমিঃ ড্যারেন স্যামি (অধিনায়ক), কামরান আকমল, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, সামিন গুল, খালিদ ওসমান, উমাইদ আসিফ, লিয়াম ডসন, মিসবাহ-উল-হক, কাইরন পোলার্ড, ডেভিড মালান, উমর আমিন, শোয়েব মাকসুদ, ওয়েনি মাডসেন, নাবি গুল, জামাল আনোয়ার, ক্রিস জর্ডান, ইবতিসাম শেখ, সামিউল্লাহ, ওয়াকার সালামখেইল।

কোয়েটা গ্লাডিয়েটরসঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক), উমর আকমল, আহমেদ শেহজাদ, শেন ওয়াটসন, রিলে রুশো, মোহাম্মদ নেওয়াজ, আনোয়ার আলী, মোহাম্মদ আজম খান, সাউদ শাকিল, সুনিল নারাইন, সোহেল তানভীর, ডুয়েইন ব্র্যাভো, ফাওয়াদ আহমেদ, জালাত খান, মোহাম্মদ আসগর, দানিস আজিজ, আহসান আলী, গোলাম মুদাসসর, নাসিম শাহ, হ্যারি গুরনে।

করাচি কিংসঃ ইমাদ ওয়াসিম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, রবি বোপারা, উসমান খান, মোহাম্মদ আমির, কলিন ইনগ্রাম, কলিন মুনরো, সিকান্দার রাজা, অওয়াইস জিয়া, উসামা মির, অ্যারন সামারস, সোহেল খান, ইফতিখার আহমেদ, আলি ইমরান, আবরার আহমেদ, আমির ইয়ামিন, জাহিদ আলি, বেন ডান্ক, লিয়াম লিভিংস্টোন।

মুলতান সুলতানঃ শোয়েব মালিক (অধিনায়ক), শান মাসুদ, উমর সিদ্দিক, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ইরফান, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ ইরফান খান, শহীদ আফ্রিদি, জয় ডিনলে, নিকোলাস পুরান, কায়েস আহমেদ, শাকিল আনসার, লাউরি ইভানস, নোমান আলী, ডান ক্রিশ্চিয়ান, টমি মুরস, আলী শফিক, মুহাম্মদ ইলয়াস, আন্দ্রে রাসেল।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles