বিপিএলের ষষ্ঠ আসরে তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। শুক্রবার থেকে চিটাগংয়ে শুরু হচ্ছে চতুর্থ পর্বের খেলা। তিন পর্ব শেষে সেরা পাঁচ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় বাংলাদেশের মাত্র দুই জন ব্যাটসম্যান থাকলেও তবে বোলিং ডিপার্টমেন্টের সেরা পাঁচটি আসন কিন্তু দখলে রয়েছে বাংলাদেশি বোলারদের।
বিপিএলের ষষ্ঠ আসরের শুরু থেকেই বল হাতে দাপট দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। প্রথম দিকে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এক বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পাওয়া তাসকিন আহমেদ শীর্ষে থাকলেও টানা ২ ম্যাচে(৪+৩) ৭ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে যান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তিন পর্ব শেষে তাসকিনের অবস্থান এখন টেবিলের দ্বিতীয় স্থানে।
আসুন দেখে নিই সেরা ৫ উইকেট শিকারিদের মধ্যে কে কতটি করে উইকেট পেয়েছেন:
০১. সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস) উইকেট-১৭ ইনিংস-৮ সেরা বোলিং-৪/১৬
০২. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) উইকেট-১৬ ইনিংস-৮ সেরা বোলিং- ৪/২৮
০৩. মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স) উইকেট-১৩, ইনিংস-৮ সেরা বোলিং- ৪/১১
০৪. শফিউল ইসলাম (রংপুর রাইডার্স) উইকেট-১৩, ইনিংস-৮ সেরা বোলিং- ৩/৩১
০৫. আরাফাত সানী (রাজশাহী কিংস) উইকেট-১২, ইনিংস-৮ সেরা বোলিং-৩/৮