5.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

দেশে ফিরেই নিজ এলাকার ডিসিকে মাশরাফির ফোন

আয়ারল্যান্ড থেকে ত্রিদেশীয় সিরিজে জয়ের পর তিন দিনের ছুটিতে দেশে ফিরছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দেশে ফিরে আবারো নিজের সঙ্গে যুক্ত করলেন জনসেবার কাজে।

দেশে ফিরে মাশরাফি জানতে পারেন কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষক তার উৎপাদন খরচ পাচ্ছে না। সরকার যেখানে এক মণ ধান ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাট-বাজারে কৃষকদের ধান বিক্রি হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়।

বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles