স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। টেস্টের দুই দিন শেষ হতেই আন্দাজ করা যাচ্ছে প্রথম ইনিংসে তিনশোর অধিক রানের লিড নিতে যাচ্ছে নিউজিল্যান্ড। এমন সময়ে সুখবর পেল বাংলাদেশ দল। আজ অথবা কাল নাগাদ হাতের কনিষ্ঠ আঙ্গুলের এক্সরে করাবেন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটতে যাওয়া সাকিব আল হাসান। এক্সরে রিপোর্টে তার চিড় ধরা আঙ্গুলের অবস্থা ভালো দেখা গেলে প্রস্তুতি শুরু করবেন তিনি। যদি তা না হয়, তাহলে বিশ্রামের সময় বাড়বে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘আগামীকাল (আজ) অথবা পরশু সাকিবের আঙুলের এক্সরে করা হবে। যদি ব্যথা কম থাকে এবং রিপোর্টের ফল ভালো আসে তাহলে তিনি অনুশীলন শুরু করবেন। আর যদি মনে করেন টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন, তাহলে খেলবেন। সেটি নির্ভর করবে এক্সরে রিপোর্ট এবং তার আঙুলের অবস্থার ওপর। রিপোর্ট ভালো না হলে বিশ্রামে থাকবেন।’
গত ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে বাঁ-হাতের তর্জনীতে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেয়া হয় সাকিবকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন কিনা সেজন্য তাকিয়ে থাকতে হচ্ছে এক্সরে রিপোর্টের দিকে। ৮ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।