7.8 C
New York
Friday, April 19, 2024

Buy now

দ্রুততম আটহাজারের মাইলফলকে গেইলের পরেই কোহলি

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের মুকুটটি নিজের করে নিয়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বল থেকে ৮৪ রানের ইনিংসে শেষ্ঠত্ব অর্জন করেন।

কোহলি এদিন প্রথম ১৭ রান করতেই সুরেশ রায়নাকে টপকে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক হলেন বিরাট৷ ১৬০ ইনিংসে কোহলির রান ৫,১১০ রান৷ গড় ৩৮.২৪৷ আইপিএলে রায়নাকে টপকে গেলেও টি-২০ ফরম্যাটে রায়নার পিছনেই রয়েছেন কোহলি৷ আইপিএলে ক্যারিয়ারে কোহলির ৩৫ তম হাফসেঞ্চুরি সঙ্গে রয়েছে চারটি শতরানও। আইপিএলে কোহলির মোট রান হল ৫১১০। আইপিএলে রায়নার রান ৫০৮৬।

অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দ্বিতীয় ভারতীয় ও বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৮০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। ২০০৭ সালে টি ২০ তে অভিষেক হয় কোহলির। এরপর ২৫৭ ম্যাচে ২৪৩ তম ইনিংসে ৮০০০ রান পূর্ণ করলেন তিনি।

ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত আট হাজার রানের মালিক হলেন তিনি। কোহলির আগে যাঁরা টি ২০ তে ৮০০০ রান পূর্ণ করেছেন তাঁরা হলেন, গেইল (১২৪৫৭), ব্রেন্ডন ম্যাকুলাম (৯৯২২), কায়রন পোলার্ড (৯০৮৭), শোয়েব মালিক (৮৭০১), ডেভিড ওয়ার্নার (৮৩৭৫) এবং রায়না।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles