8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

ধোনি-ব্রাভোর কাঁধে ভর করে জিতল চেন্নাই

শেষ ওভারের থ্রিলারে চলতি আইপিএল আসরে হ্যাটট্রিক জয় তুলে নিলো ধোনির চেন্নাই সুপার কিংস। ৪৬ বলে ধোনির ৭৫ রানের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে ১৭৫/৫ রান সংগ্রহ করে জবাবে। শেষ ওভারে ব্রাভোর অসাধারণ বোলিংয়ে ১৬৭/৮ থামে রাজস্থানের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।

এদিন টসে হেরে ব্যাটিং নেমে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাই। আম্বাতি রায়ডু ও শেন ওয়াটসন দলগত ১৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন৷ পঞ্চম ওভারে কেদার যাদব বিদায় নিলে স্কোরবোর্ডে দলের পক্ষে ওঠে ২৭/৩। এ সময় সুরেশ রায়নার সঙ্গে জুটি বেঁধে ৬১ রানের জুটি গড়ে তোলেন ধোনি।

রায়না ৩২ বলে ৩৬ রান করে উনাদকাটের বলে বোল্ড হন৷ ডোয়েন ব্র্যাভোকে সঙ্গে নিয়ে আরও ৫৬ রান যোগ করেন ধোনি৷ ব্র্যাভো ১৬ বলে ২৭ রান করে আর্চারের দ্বিতীয় শিকার হন৷

তবে চেন্নাই শেষ ১৮ বলে ৬০ রান তুলে লড়াইয়ে ফেরে৷ যেখানে শেষ ওভারে জয়দেব উনাদকাটকে তিনটি বিশাল ছক্কা হাঁকালেন মাহি। ২০ ওভারের শেষে লড়বার মতো ১৭৫/৫ গড়লেন অধিনায়ক।

ধোনি চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন৷ ৩ বলে ৮ রান করে নটআউট থাকেন জাদেজা৷

পালটা ব্যাট করতে নেমে রাজস্থানও মাত্র ১৪ রানের মধ্যে রাহানে (০), বাটলার (৬) ও সঞ্জু স্যামসনের (৮) উইকেট হারিয়ে বসে৷ রাহানে ও স্যামসনকে আউট করেন চাহার৷ বাটলারকে সাজঘরে ফেরান শার্দুল৷ মিডল অর্ডারে রাহুল ত্রিপাঠী (৩৯), স্টিভ স্মিথ (২৮) ও বেন স্টোকস (৪৬) রাজস্থান ইনিংসের হাল ধরেন৷

শেষ ওভারের রাজস্থানের লক্ষ্য ছিল ১২ রান। কিন্তু ডিজে ব্রাভো রান দিলেন মাত্র ২, আর উইকেট নিলেন ২টি।জোফ্রা আর্চার ২৪ রান করে জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষরক্ষা করতে পারেননি৷

চেন্নাইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন শার্দুল, চাহার, তাহির ও ব্র্যাভো৷ ম্যাচের সেরা হন ধোনি৷ প্রথম তিন ম্যাচে জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে সিএসকে৷

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles