7.9 C
New York
Thursday, April 18, 2024

Buy now

প্রকাশ হলো নারী আইপিএলের পূর্নাঙ্গ স্কোয়াড ও সময়সূচী

২৩ মে শুরু হতে যাওয়া ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের (নারী আইপিএল) জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ২৮মে অনুষ্ঠিত হবে এবং সবগুলো ম্যাচই পুনের এমসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টে খেলবে ৩টি দল। হরমনপ্রীত কউর সুপারনোভাসের নেতৃত্বে থাকবেন, ট্রেইলব্লেজার্স স্মৃতি মান্ধনার নেতৃত্বে থাকবেন। আগের সংস্করণ পর্যন্ত মিতালী রাজ ভেলোসিটির অধিনায়ক ছিলেন, তবে এই সংস্করণে তিনি না থাকায় এবার দলটির নেতৃত্ব দেবেন অলরাউন্ডার দীপ্তি শর্মা।

আরও পড়ুন: মুশফিকের চিঠি সানন্দচিত্তে গ্রহণ করেছে বিসিবি: জালাল ইউনুস

সর্বভারতীয় মহিলা নির্বাচন কমিটি দ্বারা নির্বাচিত ১৬ জন খেলোয়াড়কে নিয়ে তিনটি দল গঠন করা হয়েছে।

একনজরে দেখে নিন মহিলাদের টি-২০ চ্যালেঞ্জে তিনটি দলের স্কোয়াড-

সুপারনোভাস:
হরমনপ্রীত কউর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (সহ-অধিনায়ক), অ্যালানা কিং, আয়ুষী সোনি, চান্দু ভি, ডিয়ান্ড্রা ডটিন, হারলিন দেওল, মেঘনা সিং, মনিকা প্যাটেল, মুসকান মালিক, পূজা বস্ত্রকার, প্রিয়া পুনিয়া, রাশি কানোজিয়া, সোফি একলস্টোন, সুনে লাস, মানসী জোশী।

আরও পড়ুন: মোস্তাফিজকে খেলাতে চায় বিসিবি!

ট্রেইলব্লেজার্স:
স্মৃতি মান্ধানা (অধিনায়ক), পুনম যাদব (সহ-অধিনায়ক), অরুন্ধতী রেড্ডি, হেইলি ম্যাথিউস, জেমাইমা রড্রিগস, প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী, রাজেশ্বরী গায়কওয়াড়, রেণুকা সিং, রিচা ঘোষ, এস মেঘনা, সাইকা ইশাক, সালমা খাতুন, শারমিন আখতার, সোফিয়া ব্রাউন, সুজাতা মল্লিক, এস বি পোখারকার।

ভেলোসিটি:
দীপ্তি শর্মা (অধিনায়ক), স্নেহ রানা (সহ-অধিনায়ক), শাফালি ভার্মা, আয়াবোঙ্গা খাকা, কেপি নাভগিরে, ক্যাথরিন ক্রস, কীরথি জেমস, লরা উলভার্ড, মায়া সোনাওয়ানে, নাত্থাকান চান্থাম, রাধা যাদব, আরতি কেদার, শিবালী শিন্ডে, সিমরান বাহাদুর, ইয়াস্তিকা ভাটিয়া, প্রণবী চন্দ্র।

আরও পড়ুন: বর্ষসেরার ফুটবলারের পুরস্কার জিতলেন কেভিন ডি ব্রুইন

এক নজরে দেখে নিন ম্যাচের সময়সূচী:
২৩ মে: ট্রেইলব্লেজার্স বনাম সুপারনোভাস- রাত ৮ টা
২৪ মে: সুপারনোভাস বনাম ভেলোসিটি- রাত ৮ টা।
২৬ মে: ভেলোসিটি বনাম ট্রেইলব্লেজার্স –রাত ৮ টা।
২৮ মে: ফাইনাল – রাত ৮ টা।

প্রসঙ্গত, এবারের আসরে বাংলাদেশের ২ জন খেলোয়াড় সালমা খাতুন ও শারমিন আখতার অংশ নিবেন।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles