10.6 C
New York
Thursday, April 18, 2024

Buy now

না ফেরার দেশে স্পিনার আব্দুল কাদির

পাকিস্তানের সাবেক ক্রিকেটার স্পিনার আব্দুল কাদির মারা গেছেন। শুক্রবার লাহোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কিংবদন্তি এ লেগস্পিনার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

চলতি মাসেই ১৫ সেপ্টেম্বর ৬৪তম জন্মদিনে ছিল তার। কিন্তু তার আগেই চলে গেলেন পরপারে। তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তান ক্রিকেট বোর্ড, টিমমেট সহ বিভিন্ন দেশের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড শোক প্রকাশ করেছে।

এদিকে কাদিরের একমাত্র মেয়ের বিয়ে হয়েছে দেশটির ক্রিকেটার উমর আকমলের সঙ্গে। তিনি বলেন, হার্ট অ্যাটাকের পর তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

এই লেগ স্পিনারের জন্ম লাহোরে। ১৯৭৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬৭ টেস্টে অংশ নিয়ে পেয়েছেন ২৩৬ উইকেট, আর ১০৪ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৩২ উইকেট। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে দিয়ে ৯ উইকেট তার ক্যারিয়ার সেরা।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles