চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের ২২৪ রানের লজ্জাজনক পরাজয়ের পর। এই পরাজয়ের পর অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান।
সাকিব বর্তমানে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন সাকিব। তবে এই নেতৃত্ব খুব একটা উপভোগ করছেন না তিনি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে দেশের প্রথম সারির এক দৈনিক পত্রিকাকে বলেছিলেন, ‘টেস্ট এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমি। তবে দল যেহেতু ভালো অবস্থায় নেই, বুঝতে পারছি আমাকে এখানে নেতৃত্ব দিতে হবে। না হলে, আমি কোনো ফরমেটেই নেতৃত্ব দিতে আগ্রহী নই। যদি আমি নেতৃত্ব না দেই, নিজের খেলাটার ওপর মনোযোগ দিতে পারব, যেটা দলের জন্য ভালো হবে।’
সোমবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিবের কণ্ঠে উঠে আসলো অধিনায়কত্বের প্রতি অরুচি। তার ধারণা নেতৃত্ব ছাড়লে তিনি নিজের পারফরমেন্সের উপর আরো বেশি নজর দিতে পারবেন। তবে নেতৃত্বে থাকলে হলে বিসিবির সঙ্গে আলোচনায় বসতে হবে।
সাকিব বলেন, ‘আমার মনে হয়, যদি আমি অধিনায়ক না থাকি তবে সেটাই ভালো হবে। আমার দিক থেকে দেখলে, এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর যদি আমাকে নেতৃত্ব দিতেই হয়, তবে অনেক কিছু নিয়েই আলোচনা করার আছে।’
বর্তমানে সাকিব ছাড়া দলে বিকল্প অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবালকে শোনা যায়। তবে সুযোগ পেয়েও তারা আস্থার প্রতিদান দিতে পারেননি।