বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান সুপার ষ্টার নেইমার এর চলে যাওয়ার কারণে দলটি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন লিওনেল মেসি। তার মতে, নেইমার দলে থাকার ফলে দলের রক্ষণাত্মক অবস্থানের থেকে আক্রমাত্মক অবস্থানটা বেশি দেখা যেত।
মেসি তাই কৌশলগত সাফল্য টেনে নেইমারের চলে যাওয়া প্রসঙ্গে বলে দিলেন, ‘নেইমার চলে যাওয়ায় আমাদের খেলায় পরিবর্তন আনতে হয়েছে। আমরা আসলে আক্রমণে আমাদের অসাধারণ সম্ভাবনার অনেকটা হারিয়েছি। কিন্তু এতে রক্ষণের দিক দিয়ে খুব লাভ হয়েছে।”
কথায় আছে, নিজের দূর্গ সামলেই না আক্রমণে যেতে হয়! আগে দেখা যেতো মেসি-সুয়ারেজ-নেইমাররা আক্রমণে উড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে। গোলের পর গোল। কিন্তু বার্সাকে গোল হজমও করতে হয়েছে বেশ। এমনকি আকস্মিক হারও ঘটেছে অনেক সময় রক্ষণ ও মাঝমাঠের ওপর নির্ভরতা কম থাকায়। নেইমার না থাকায় বার্সেলোনার সামনের বর্ম এখন শক্ত। দুর্গ অভেদ্য হয়ে উঠছে। মেসি সেই কথাই বলতে চাইলেন, ‘এখন আমরা মাঝমাঠে অন্যতম সেরা সশস্ত্র দল। আমাদের দলে এখন আরো বেশি ভারসাম্য এসেছে। আর এটা আমাদের রক্ষণদূর্গকেও শক্তিশালী করেছে।’