14.2 C
New York
Thursday, May 2, 2024

Buy now

শেষ বিকেলে নেই তিন টাইগার, জয়ের সুবাস আফ্রিকা শিবিরে

ডারবানে চতুর্থ দিনের শেষটা রাঙিয়ে দিলেন দুই প্রোটিয়া স্পিনার মহারাজ এবং হার্মার। মাত্র ছয় ওভার হাত ঘুরিয়ে টাইগারদের ব্যাকফুটে ফেলে দিয়েছে তারা। ১১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে মমিনুলের দল। জিততে প্রয়োজন আরো ২৬৩ রান। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা ৮ ওভার আগেই শেষ হয়েছে।

লিড বাড়াতে স্বাগতিক দলের দুই অপরাজিত ওপেনার এলগার এবং এরেই ব্যাটিংয়ে নামেন। তবে দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে ফায়ার পাঞ্চ করে বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন তাসকিন-মিরাজরা।

আরও পড়ুনঃ জোড়া শতকের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

এলগার ৬৪ রান করেন। পিটারসন ও রেকেল্টন ফেরেন ত্রিশের ঘরে। শেষমেশ ২০৪ রানে বাভুমার দলকে আটকে ফেলে টাইগার বোলাররা। মেহেদী এবং এবাদত ৩টি করে উইকেট শিকার করেন। তাসকিনের খাতে জমা পড়ে জোড়া সাফল্য।

নিজেদের শেষ ইনিংসে ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। অফ ফর্মের ধারা এই ইনিংসেও বজায় রাখেন সাদমান (০)। অফ স্পিনার হার্মারের চমৎকার অফ স্পিনে স্লিপে ক্যাচ উপহার দিয়ে বসেন তিনি।

আরও পড়ুনঃ মুগ্ধতা ছড়িয়ে প্রসংশা কুড়োচ্ছেন ‘দ্য ফিজ’

এরপরে প্রথম ইনিংসে ঢাল হয়ে দাঁড়ানো তরুণ জয়ও বিদায় নেন মাত্র ৪ রানে। দলনেতা মমিনুলের কাছেও ছিল না মহারাজের মোক্ষম অস্ত্রের জবাব, উইকেটের সামনে পায়ে বল লেগে সাজঘরে ফেরার সময় তার নামের পাশে জমা হয়েছে মোটে ২ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস)- ৩৬৭/১০ (১২১ ওভার) (এলগার ৬৭, বাভুমা ৯৩, এরউই ৪১, হার্মার ৩৮*; খালেদ ৩/৯২, মিরাজ ৩/৯৪)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২৯৮/১০ (১১৫.৫ ওভার) (জয় ১৩৭, মিরাজ ২৯, লিটন ৪১, শান্ত ৩৮, ইয়াসির ২২; হার্মার ৪/১০৩, উইলিয়ামস ৩/৫৪)

দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস)- ২০৪/১০ (৭৪ ওভার) (এলগার ৬৪, পিটারসেন ৩৬; মিরাজ ৩/৮৫, এবাদত ৩/৪০)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১১/৩ (৬ ওভার) (জয় ৪, শান্ত ৫*; মহারাজ ২/৭)

বিডি স্পোর্টস নিউজ/বিপ্রতীপ দাস

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles