9.5 C
New York
Sunday, May 12, 2024

Buy now

পদত্যাগ করার পরে ক্ষমা চেয়েছেন ল্যাঙ্গার

চুক্তির মেয়াদ দীর্ঘ না করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে সম্পর্কের ইতি টেনেছেন ফিঞ্চ-ওয়ার্নারদের সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার। আর এরপরেই নিজের অনুভূতির কথা স্পষ্ট করে ক্ষমা চেয়েছেন তিনি।

ল্যাঙ্গার অজিদের দিয়েছেন দু’হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যশেজ জিতিয়েছেন তিনি। দায়িত্ব ত্যাগের পরে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেইল করেছেন ড্যারেন লেমনের বদলে চাকরি পাওয়া এই প্রধানশিক্ষক।

মেইলে লেখা হয়েছে, ‘মাথা উঁচু করে বিদায়ের সুযোগ দিতে গত রাতে আমাকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত মেয়াদের চুক্তির প্রস্তাব দেওয়া হয়। অনেক চিন্তা-ভাবনার পর আমি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেই। এখন যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের পরের অধ‍্যায় শুরু করাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।’

‘প্রধান কোচের পদে আমার থাকাটা কয়েকজন সিনিয়র ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সমর্থন করছে না। এখন এটাও পরিষ্কার যে, সিএ এবং বোর্ড প্রধান নিক তুমিও গভীরভাবে চাও দল এখন নতুন কোচের হাত ধরে এগিয়ে যাক। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। আমার জীবন গড়া সততার মূল‍্যবোধ, বিশ্বাস ও পারফরম‍্যান্সের ওপর। আর এগুলো বাস্তবায়ন করতে যদি কখনও বাড়াবাড়ি করে থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি।’

বিডি স্পোর্টস নিউজ / বিপ্রতীপ দাস

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles