নেপিয়ারের ম্যাকলিন পার্কে বুধবার প্রথম ওয়ানডে নিউজিল্যান্ড জিতেছে ৮ উইকেটে। বাংলাদেশের করা ২৩২ রান মার্টিন গাপটিলের সেঞ্চুরিতে ৩৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচ শেষে এমন হারের পেছনে কোনো অনুহাত দাঁড় করালেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
বৃহস্পতিবার নেপিয়ারে ব্যাটিং উইকেটে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন মাশরাফি। কিন্তু ৪১ রানেই ৪টি আর একশর আগে ৬ উইকেট হারিয়ে অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল দল। সেখান থেকে দল দুইশ পার করতে পারে মূলত মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৮৪ রানের অষ্টম উইকেট জুটিতে। নয়তো ৩০-৩২ ওভারেই গুটিয়ে যাওয়ার কথা বাংলাদেশের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেছেন, ‘ব্যাটিংয়ে আমাদের ধুঁকতে হয়েছে, শুরুতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলিছিলাম আমরা।’
এদিকে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে অল্প সময়ে মানিয়ে নিতে না পারার কথা বলেছেন। মাশরাফি কোনো অজুহাত দেবেন না বলেও এই ব্যাপারটা তুলে ধরলেন, ‘এই কন্ডিশনে খেলাটা আমাদের জন্য একটু কঠিন। দেশের সঙ্গে সাত ঘণ্টার সময়ের পার্থক্য। কমপক্ষে এক সপ্তাহ আগে এখানে এলে ভালো হতো। কন্ডিশনের সঙ্গে ঠিকমতো খাপ খাওয়াতে পারতাম।’
এদিকে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মাশরাফি। তিনি বলেন, ‘তুলনামূলকভাবে বোলিংটা আজ ভালো হয়েছে। কিন্তু ২৩২ রানটা তো কোনোমতেই যথেষ্ট ছিল না।’