6.7 C
New York
Friday, March 29, 2024

Buy now

পরিসংখ্যানে বিরাটদের চেয়ে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা

আর মাত্র তিন ম্যাচ পরেই পর্দা নামতে যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপের। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর আজ থেকে মাঠে গড়াচ্ছে সেমিফাইনাল বা নকআউট পর্ব। তবে এর মধ্যেই গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ শেষ হয়েছে। আজ দ্বাদশ বিশ্বকাপের ৪৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম নিউজিল্যান্ড-এর আন্তর্জাতিক ওয়ানডে ও বিশ্বকাপের যত পরিসংখ্যান।

  • আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত ১০৬ বার মুখোমুখি হয়ে ভারতের ৫৫ জয়ের বিপরীতে নিউজিলান্ডের জয় ৪৫ ম্যাচে। আর বাকি ৬ ম্যাচের ৫টি পরিত্যক্ত ১টি ফলহীন।
  • বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ বারের মুখোমুখি দেখায় কিউইদের ৪ ম্যাচে জয়ের বিপরীতে ভারতের জয় ৩ ম্যাচে। বাকি ১ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
  • ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ
    শচীন টেন্ডুলকার: ১৮৬* রান, হায়দরাবাদ, ৮ নভেম্বর ১৯৯৯
    নাথান অ্যাস্টল: ১২০ রান, রাজকোট, ৫ নভেম্বর ১৯৯৯
  • সর্বোচ্চ ব্যক্তিগত মোট সংগ্রহ
    শচীন টেন্ডুলকার: ৪১ ইনিংসে ১৭৫০ রান
    নাথান অ্যাস্টল: ২৯ ইনিংসে ১২০৭ রান
  • সেরা গড়
    বিরাট কোহলি: ২২ ইনিংসে ৬৮.৫২
    টম লাথাম: ১২ ইনিংসে ৫৮.৩০
  • সেরা বোলিং
    শেন বন্ড: ৬/১৯, বুলাওয়ে, ২৬ আগস্ট ২০০৫
    অমিত মিশ্র: ৫/১৮, বিশাখাপত্তম, ২৯ অক্টোবর, ২০১৬
  • সেরা ইকোনমি (সর্বনিম্ন ২০ ম্যাচ)
    স্যার রিচার্ড হ্যাডলি: ৩.৩৬
    কপিল দেব: ৩.৪৪
  • সর্বোচ্চ ডিসমিসাল
    নয়ন মঙ্গিয়া: ২২ ইনিংসে ৩৬
    ব্রেন্ডন ম্যাককালাম: ১৮ ইনিংসে ২৬
  • সর্বোচ্চ ব্যক্তিগত উইকেট
    জাভাগাল শ্রীনাথ: ৩০ ইনিংসে ৫১ উইকেট
    কাইল মিলস: ২৯ ইনিংসে ৩২ উইকেট
  • দলীয় সর্বোচ্চ
    ভারত: ৩৯২/৪, ক্রাইস্টচার্চ, ০৮ মার্চ ২০০৯
    নিউজিল্যান্ড: ৩৪৯/৯, রাজকোট, ৫ নভেম্বর ১৯৯৯
  • দলীয় সর্বনিম্ন
    নিউজিল্যান্ড: ৭৯/১০, বিশাখাপত্তম, ২৯ অক্টোবর ২০১৬
    ভারত: ৮৮/১০, ডাম্বুলা, ১০ আগস্ট ২০১০
  • বড় ব্যবধানে জয় (রান)
    নিউজিল্যান্ড : ২০০ রান, ডাম্বুলা, ১০ আগস্ট ২০১০
    ভারত : ১৯০ রান, বিশাখাপত্তম, ২৯ অক্টোবর ২০১৬
  • বড় ব্যবধানে জয় (উইকেট)
    নিউজিল্যান্ড: ১০ উইকেটে, মেলবোর্ন, ১০ জানুয়ারি ১৯৮১
    ভারত: ৯ উইকেট, নাগপুর, ৩১ অক্টোবর, ১৯৮৭
  • ছোট ব্যবধানে জয় (রান)
    ভারত : ১ রান, ওয়েলিংটন, ৬ মার্চ ১৯৯০
    নিউজিল্যান্ড : ৬ রান, দিল্লি, ২০ অক্টোবর ২০১৬
  • ছোট ব্যবধানে জয় (উইকেট)
    ভারত : ১ উইকেটে, অকল্যান্ড, ১১ জানুয়ারি ২০০৩
    নিউজিল্যান্ড : ৩ উইকেটে, ব্রিসবেন, ২১ ডিসেম্বর, ১৯৮০

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles